কলারোয়ার কেঁড়াগাছিতে আয়োজিত মানববন্ধনে দেয়া নিজের বক্তব্য প্রত্যাহার করলেন সাবেক ইউপি সদস্য এস এম তৌহিদুজ্জামান।
এক লিখিত বিবৃতিতে তিনি এ বিষয়টি জানান।
বিবৃতিতে তিনি বলেন, 'গত ১০ জুন সাতক্ষীরার বিভিন্ন আঞ্চলিক পত্রিকা, বিভিন্ন অনলাইন সহ বিভিন্ন পত্র-পত্রিকায় "কলারোয়ায় মামলা প্রত্যাহারের দাবিত এলাকাবাসীর মানববন্ধন, মেম্বার ও কৃষকদের বিরুদ্ধে মামলা.." শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশে বক্তাদের নামের সাথে আমার নামটিও (এস এম তৌহিদুজ্জামান) ছাপা হয়েছে। একই সাথে উক্ত সংবাদে আসামিদের নামের সাথে আমার নামটিও ভুল করে বলায় সেটা ছাপা হয়েছে। একটি বিশেষ মহল আমার নামে সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবি থানায় মানব পাচারের মামলা করেছে বলে মিথ্যা ও অপপ্রচার চালায়। যা শুনে আমি যাচাই না করে কোন কিছু বুঝে উঠার আগেই সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেড়াগাছি বাজারে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলাম ও বক্তব্য দেই। প্রকৃত পক্ষে আমি আইন-শৃঙ্খলার পরিপন্থী কোন কাজের সাথে জড়িত নই এবং বিজিবি কর্তৃক দায়েরকৃত ওই মামলার আসামিও নই। স্থানীয় একটি বিশেষ মহলের অপপ্রচারে কান দিয়ে ভুল বশতঃ আমি উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে যে বক্তব্য দিয়েছিলাম তা প্রত্যাহার পূর্বক অনাকাঙ্ক্ষিত ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। সীমান্তের অতন্ত্র প্রহরী বিজিবির প্রতি অটল শ্রদ্ধা ও বিশ্বাস রেখে কাজে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাচ্ছি।'
'একই সাথে প্রকাশিত সংবাদটি থেকে আমার উপস্থিতি ও উদ্ধৃতি সংক্রান্ত বিষয়সমূহ প্রত্যাহার করছি।'
বিবৃতিদাতা:
এস এম তৌহিদুজ্জামান
সাবেক ইউপি সদস্য কেঁড়াগাছি, কলারোয়া।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]