কলারোয়া উপজেলার কাজিরহাটে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে কাজিরহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বে-সরকারি সংস্থা সি.ডব্লিউ.সি.এস এর আয়োজনে উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় উক্ত দল গঠন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাজিরহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল হক।
স্বাগত বক্তব্য রাখেন সি.ডব্লিউ.সি.এস এর আশ্বাস প্রকল্পের লিয়াজো অফিসার রুহুল আমিন।
আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী পুরুষদের জন্য মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের নিয়ে দল গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সি.ডব্লিউ.সি.এস এর কাউন্সিলর তামান্না আন্জুমান, সোস্যাল মোবিলাইজার আছিয়া খাতুন, সেল্টার ইনচার্জ রোমানা ইয়াসমিন প্রমুখ।
অংশগ্রহণকারীদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে উক্ত সভা সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি.ডব্লিউ.সি.এস এর সোস্যাল মোবিলাইজার মো. মাহমুদুল হাসান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]