কলারোয়ায় মারাত্মক রোগে আক্রান্ত রোগীদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসিমিয়াা রোগে আক্রান্ত রোগীদের মধ্যে সরকারি আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ওই চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল আমীন। উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কৃষ্ণ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তারসহ উপকারভোগী ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে উপজেলার তালিকাভূক্ত জঠিল রোগে আক্রান্ত ১৭ জন অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে বলে জানা যায়। উপকারভোগীরা চিকিৎসা সহায়তা গ্রহন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]