কলারোয়ায় মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে বদরুজ্জামান বিপ্লব ও আব্দুল গণি জুটি চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে রইচ উদ্দীন ও দীপক শেঠ জুটি।
বুধবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে ওই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাস্টার আব্দুল গণি জুটি ২-১ সেটে পুলিশ কর্মকর্তা রইচ উদ্দীন ও মাস্টার সাংবাদিক দীপক শেঠ জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে, প্রীতি ম্যাচে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জুটি জয়ী হন।
খেলা দু'টি পরিচালনা করেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ ও এসডিএফ কর্মকর্তা শাহাজাহান আলী।
স্কোরার ছিলেন এসডিএফ কর্মকর্তা ফরিদউদ্দীন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া রুপালী ব্যাংকের ব্যবস্থাপক সাইফুল ইসলাম,ভিডিপি ব্যাংকের ম্যানেজার মহাসিন আলী, ক্রীড়া ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী আল মাসুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, ব্যাংকার আল মাহমুদ, ক্রীড়া ধারাভাষ্যকর মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, ক্রীড়া ব্যক্তিত্ব মিলন হোসেন, মাস্টার আব্দুস সেলিম, সমাজ সেবক মাহফুজুর রহমান, মহিদুল ইসলাম মহিদ, মাস্টার ইব্রাহীম হোসেন, মাস্টার আসাদুজ্জামান আসাদ, এসডিএফ কর্মকর্তা ইনছান আলী, মাস্টার হুমায়ুন কবির, মাস্টার ইব্রাহীম হোসেন, মাস্টার এসএম সাইফুল ইসলাম, মাস্টার শামসুর রহমান লাল্টু, মাস্টার আব্দুস সেলিম, শিক্ষক আসাদুজ্জামান আসাদ, ব্যবসায়ী লক্ষণ চন্দ্র, পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন, তৌফিকুর রহমান, আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন, আসিকুর রহমান মুন্না, আজিজুর রহমান, ক্রীড়া প্রেমী আব্দুল জলিল, পলাশসহ অসংখ্য দর্শক।
উল্লেখ্য, মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে লীগ পর্যায়ে অংশগ্রহনকারী সকল জুটির খেলোয়াড় ও সম্মানিত অতিথি খেলোয়াড়দের পুরস্কার বিতরণ শেষে নৈশ ভোজে মিলিত হন বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]