কলারোয়ায় মায়ের স্বাদ পুরুন করতে গিয়ে সালমা খাতুন এখন কারাগারের স্বাদ গ্রহন করছেন। কলারোয়া উপজেলার উত্তর সোনাবাড়ীয়া গ্রামের মিলন গাজীর স্ত্রী সালমা খাতুন এখন একটি আলোচিত নামে পরিচিতি লাভ করেছে। তিনি গত ২০ জানুয়ারি যশোরের বাঁগাচাড়া বাজার থেকে ২৫ দিন বয়সের এক নবজাতক চুরি করাকে কেন্দ্র করে এলাকায় আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে।
এই আটক মহিলা পুলিশকেও খোলশা করে কিছুই বলেছে না। তবে স্থানিয়রা বলেছেন মহিলাটি সুবিধারনা। এর আগেও তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। তার স্বামী মিলন গাজী ও শশুর লুৎফর গাজীকেও গ্রামের লোক ভালো চোখে দেখেননা। সালমা খাতুন শিশুটিকে বাড়ীতে নেয়ারপর তার শশুর লুৎফর গাজী গ্রামে তার বৌমার পুত্র সন্তান হয়েছে বলে প্রচার চালায়। তার স্বামী মিলন গাজীও ভালো লোক নয়। লোক ঠকানো হচ্ছে তার কাজ। বর্তমানে ঢাকায় থাকেন। প্রতিবেশীদের অভিমত তার স্বামীর পরামর্শে সালমা খাতুন শিশুটি চুরি করেছে। ঢাকায় নিঃসন্তান কোনো দস্পতির কাছে হয়তো শিশুটিকে বিক্রি করে দিবে। তবে সালমা খাতুন বলছে ভিন্ন কথা সে বলেছে দীর্ঘদিন তার কোনো সন্তান সন্তাদি না হওয়ায় তার স্বামী তার প্রতি বিরক্ত। তার স্বামীকে খুশি রাখতে সে মা" হতে চেয়েছিলো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]