কলারোয়া উপজেলা পরিবার পরিকল্পনা
মা ও শিশুস্বাস্থ্যে শ্রেষ্ঠত্বের জন্য ক্রেষ্ট ও সনদ প্রাপ্ত হলেন পরিবার কল্যান পরিদর্শিকা (এফ ডব্লিউ ভি) অহিদা নার্গিস।
তিনি কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা হিসাবে নিযুক্ত রয়েছেন।
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে
মা, শিশুস্বাস্থ্য এবং অপরিকল্পিত জনসংখ্যা রোধে বিশেষ ভূমিকা ও অবদানের জন্য তাকে এই শ্রেষ্ঠত্বের ক্রেষ্ট ও সনদ প্রদান করা হলো।
বৃহস্পতিবার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এফ ডব্লিউ ভি অহিদা নার্গিসকে এই সন্মাননা হাতে তুলে দেন কলারোয়া উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পিযুষ কুমার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফাতেমা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]