মুজিব শত বার্ষিকীতে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গিকারে ফলজ বৃক্ষ রোপন করলেন কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বৃক্ষ রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান।
বৃক্ষরোপন করে ইউএনও বলেন- সুপার সাইক্লোন আম্পান ঝড়ে অতীত কালের স্বরণীয় ক্ষতি হয়েছে সাতক্ষীরা জেলা ব্যাপি, তাই সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে এবং মুজিব বর্ষের অঙ্গিকারে আমাদের প্রত্যেকের কমপক্ষে তিনটি করে ফলজ বনজ ও ঔষধি গাছ রোপন করতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]