কলারোয়ায় চুরি করার সময় ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার যুগিখালী বাজার সংলগ্ন এলাকায় মোবাইল ফোন বাংলালিংক টাওয়ারের ব্যাটারী চুরি করার সময় চোরদের হাতেনাতে আটক করে পুলিশ।
গ্রেপ্তাররা হলো- পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের (ইউরেকা পাম্প সংলগ্ন) মৃত সাহেব আলীর ছেলে রবিউল আলম চঞ্চল (৪০) ও হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটি (গোগ) গ্রামের আব্দুল কাদের (নাইট গার্ড)’র ছেলে আরিজুল ইসলাম (২২)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বুধবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]