কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়েছে।
শনিবার (২৫জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ’সফল প্রকল্পে’র সহযোগীতায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে ওই আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল।
উপজেলা সহকারী মৎস্য অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উত্তরণ (এনজিও)’র সফল প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, মৎস্য অফিসের কর্মকর্তা হারুন-অর-রশিদ, উত্তরণের ফিল্ড অর্গানাইজার গাজী তৌহিদুজ্জান, ইয়ার আলী শেখ, জামাল হোসেন ও নারায়ন চন্দ্র হরিসহ মৎস্যজীবী ও উদ্যোক্তাগণ।
উল্লেখ্য, সভা শেষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]