কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষ্যে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
বুধবার (২২জুলাই) বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কলারোয়া উপজেলা পরিষদ হলরুমে এ প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সহকারী মৎস্য অফিসার শরিফুল ইসলাম ও ক্ষেত্রেসহকারী হারুন-অর-রশদি।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের সকারী কর্মকর্তা ও মৎস্যচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
জাতীয় মৎস্য সপ্তাহের ৭ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- প্রচারমূলক মাইকিং, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের অগ্রগতি বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন, মাছের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি- পানি পরিক্ষা, চাষি/ সুফলাভোগীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]