কলারোয়ায় আওয়ামী যুবলীগ নেতা গোলাম হোসেন আর নেই। পারিবারিকভাবে জানা যায়, উপজেলা যুবলীগের অন্যতম নেতা গোলাম হোসেন(৪০) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার(১৬ এপ্রিল) রাত ১১ টার দিকে ইন্তেকাল করেন (ইন্না..রাজেউন)। তিনি বেশকিছু দিন যাবৎ ডায়াবেটিক, হার্টের সমস্যা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পৌরসভার মির্জাপুর গ্রামের মৃত বজলুর রহমানের পুত্র গোলাম হোসেন মৃত্যুকালে মাতা, দুই স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (১৭ এপ্রিল) সকাল ১১ টার দিকে মরহুমের জানাযা নামাজ বাড়ির পার্শে¦র এক ছায়া নিবিড় আত্মকাননে অনুষ্ঠিত হয়। মাস্টার বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় জানাজা নামাজ পূর্বক আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, মরহুমের ছোট ভাই তৌহিদুর রহমান, মরহুমের পুত্র সিজান হোসেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা গোলাম রসুল শাহীর পরিচালনায় জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, জাতীয় পার্টির নেতা মুনছুর আলী, পৌর কাউন্সিলর আ’লীগ নেতা জিএম শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, আ’লীগ নেতা আজিজুর রহমান, সাংবাদিক আ’লীগ নেতা গোলাম রহমান, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম সহ অসংখ্য মুসুল্লিগণ।
মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা ভুট্টো লাল গাইন সহ অসংখ্য গুণগ্রাহী। জানাযা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]