কলারোয়াঃ আবহাওয়ার পরিবর্তনে সাতক্ষীরাঞ্চলের কলারোয়ায় দিনে গরম, রাতে হালকা ঠান্ডা জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। প্রতিদিন গভীর
রাত থেকে ভোর পর্যন্ত হালকা ঠান্ডা ঠান্ডা অনুভূত হওয়ায় অনেকে জানান দিচ্ছে শীতের আগমনি বার্তার কথা। গত কিছু দিন ধরে সাতক্ষীরাঞ্চলে এমন আবহাওয়া চলছে। এমন পরিস্থিতিতে ভোরবেলা পড়ছে হালকা শিশিরও।
জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দিনে কোন এক সময় প্রচুর গরম পড়ছে। আর রাতে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে বোঝা যাচ্ছে শীত আসন্ন।
অনেকে বলেন, গত কয়েক দিন ধরে ভোরে হাটতে বের হলে দেখা যাচ্ছে ঘাসের উপর এবং ধান গাছে শিশির কণা এবং কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ছে। কিছু দিন আগেও রাতে ফ্যান চালিয়ে ঘুমাতে হয়েছে। কিন্তু এখন রাতে কিছুটা শীত অনুভব করি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন- এখন থেকে রাতের তাপমাত্রা কমবে থাকবে। ফলে এই সময়ের মধ্যে রাতে শীতের অনুভূতি ভালোই বুঝা যাবে। যদিও ঋতুর হিসেবে শীত আসতে এখনও মাস খানেক বাকি। তবে বৈচিত্র্যের কারণে গ্রাম বাংলায় অনেক আগেই শীত নেমে যায়।
কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম জানান, আবহাওয়ার পরিবর্তনের কারনে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ। ইতোমধ্যে কলারোয়া অঞ্চলে অনেকেই চোখ উঠা, সর্দি, জ্বর ও কাশি রোগে আক্রান্ত হচ্ছে। তিনি আবহাওয়া পরিবর্তন জনিত রোগ থেকে মুক্তি পেতে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]