কলারোয়ায় রামকৃষ্ণপুর সৈয়দ কামাল বখত বালিকা বিদ্যালয় ও বি,বি,আর,এন,এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি-২২’ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭ টায় রামকৃষ্ণপুর গার্লস স্বুলে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে স্কুল চত্বরে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বেনজির হোসেন হেলাল। স্কুলের প্রধান শিক্ষক মুনছুর আলীর স্বাগত বক্তব্য শেষে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আল আমিন হোসেন, ইউপি সদস্য নূর হোসেন সহ অভিভাবক, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।
অনুরুপভাবে বি,বি,আর, এন,এস ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, স্কুল পরিচালনা কমিটির সদস্য কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারন সম্পাদক আ’লীগ নেতা এ্যাড: শেখ কামাল রেজা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওয়াছ আলী ছিদ্দিকী বাবর সহ সূধি ও শিক্ষার্থীবৃন্দ।
এ ছাড়া, সোনারবাংলা কলেজ, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, সোনাবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে ও ভাদিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সকল প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]