কলারোয়ায় বিভিন্ন সড়কে রাস্তার উপর ট্রাক রেখে তাতে কাঠের গুড়ি ও ছোট-বড় কাঠ লোড দেয়ার দৃশ্য হরহামেশা চোখে পড়ে। ফলে ছোটখাটো দূর্ঘটনাও ঘটে দিন।
কাঠবাহী ভারি ট্রাক চলাচলে রাস্তা নষ্ট হচ্ছে দ্রুত
জানা গেছে, কলারোয়া পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকার পুরাতন খাদ্য গোডাউন রাস্তায়, হরিতালা, জোনাকি হল মোড় এলাকা, উপজেলার সরসকাটির বিভিন্ন স্থানের রাস্তায়, কলারোয়া-চান্দুড়িয়া রাস্তার সোনাবাড়িয়া কলেজ মোড়ে, চন্দনপুর কলেজের সামনে, খোরদো, কাজিরহাট, বালিয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় রাস্তার উপর ট্রাক রেখে সুউচ্চ আকারে কাঠ লোড করতে দেখা যায় প্রায় প্রতিদিনই। এতে জনদূর্ভোগের পাশাপাশি এসকল গ্রাম্য রাস্তা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। ভাঙ্গাচোরা ও সরু রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
ভোগান্তিতে পড়া স্থানীয়রা জানিয়েছেন, কলারোয়া-সরসকাটি, কলারোয়া-চন্দনপুর, কলারোয়া-কেঁড়াগাছি, কলারোয়া-খোরদো, কাজিরহাটসহ বিভিন্ন এলাকায় ভাঙ্গাচোরা সড়কে ভ্যান, মোটরসাইকেল, ইজিবাইক, পিকআপের যাত্রীসহ পথচারীদের ভিড় থাকে প্রায় সময়। কতিপয় কাঠ ব্যবসায়ীরা হরহামেশা রাস্তাজুড়ে দিনের বেলা ঘন্টার পর ঘন্টা ট্রাক রেখে কাঠ লোড করেন। স্থানীয় এসকল রাস্তা দিয়ে চলাচলকারী কাঠবাহী ভারি ট্রাকের কারণে দূর্ঘটনা ঘটে, দ্রুত রাস্তা নষ্ট ও অন্যান্যভাবে ভোগান্তি হচ্ছে।
ভুক্তভোগীরা এর প্রতিকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]