সাতক্ষীরার কলারোয়ায় রাস্তার মাঝে বিদ্যুতের খুটি রেখে চলছে রাস্তা সংস্কারের কাজ!
কলারোয়া-খোরদো সড়কের বাজার সংলগ্ন ইয়ারআলী মোড়স্থ রাস্তার উপর উচ্চ ভোল্টজের বিদ্যুৎ লাইনের ১১টি খুটি রাস্তার মধ্যে রেখেই রাস্তার সাইড বাড়ানো বা প্রশস্তকরণের কাজ চলছে। খুটিগুলোকে ঘিরে রাস্তার প্রশস্তকরণের খোড়াখুড়ি ইট, বালু, খোয়া বিছানো ও রাস্তার রোলানিং কাজ করা হচ্ছে।
এলাকাবাসীরা জানান, রাস্তার খনন কাজের মধ্যে খুঁটিগুলো থাকায় রাস্তার নির্মান কাজের ক্ষতি হচ্ছে এবং যে কোন সময় খুটি হেলে পড়তে পারে। এতে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। এসব ঝুঁকির মধ্যে প্রতিদিন এ সড়কে দিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে।
পথচারী আব্দুল কুদ্দুস জানান, রাস্তার উপর বিপজ্জনক খুঁটি রেখেই সড়ক বাড়ানো কাজ চালিয়ে যাচ্ছে সংশিষ্টরা।
কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক জানান, আমরা রাস্তার বাড়ানোর টেন্ডার দেওয়ার আগে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের নিকট খুঁটি সরানো জন্য লিখিত আবেদন করেছি কিন্তু কর্তৃপক্ষ তারপরেও সেগুলো সরিয়ে নেয়নি।
তিনি আরো বলেন, এই কাজটি বাস্তবায়ন করতে সরকারের ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হবে। এই রাস্তা বাস্তবায়ন করছে ঢাকার টি-বক্স নামে একটি কনস্ট্রাকশন ঠিকাদার প্রতিষ্ঠান।
ঠিকাদার কোম্পানির প্রকৌশলী সোহান জানান, বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎ সঞালন চলছে তবুও নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা ৬০ ভাগ কাজ শেষ করেছি। আমরাও পল্লী বিদ্যুতের ডিজিএম বরাবর আবেদন করেছি কিন্তু কোন কাজের সাড়া পায়নি।
উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম তুষার কান্তি জানান, খুঁটি সরানো প্রক্রিয়া চলছে। খুব দ্রুত সরিয়ে নেয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]