সাতক্ষীরায় র্যাব-৬, সিপিসি-১ এর অভিযানে ২৫০ বোতল ফেন্সিডিলসহ আলামিন (১৯) নামের এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে।
বুধবার (২২ জুলাই) রাতে জেলার কলারোয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলামিন কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচপোতা গ্রামের আজিজুল ইসলাম ও মাহফুজা খাতুনের ছেলে।
সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, তার নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানাধীন কলারোয়া বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে কলারোয়া-চন্দনপুর রোডস্থ খাসপুর গ্রামস্থ চৌরাস্তা যাত্রী ছাউনির সামনে থেকে মোঃ আলামিনকে ২৫০ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেপ্তার করেন।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ মামলা করা হয়। মামলা নং-২১, তারিখঃ ২৩-০৭-২০২০।
সৌজন্যে: পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]