সাতক্ষীরার কলারোয়ায় র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কাজিরহাট ইউনাইটেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশের্ব ইটের রাস্তার কালভাটের নিচ থেকে উক্ত ককটেল উদ্ধার করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এএসপি মাহাবুব উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে উক্ত স্থানে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১ টি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতরে লাল কসটেপ দ্বারা মোড়ানো ৩ টি ককটেল সাদৃশ্য বোমা পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং-৪২৬, তারিখ: ০৯/০৬/২০২১।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]