কলারোয়ার কিসমত ইলিশপুর গ্রাম থেকে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কবির হোসেন ঠান্ডু (৪৫) নামে এক ব্যক্তি আটক করেছে যশোর র্যাব-৬
আটককৃত আসামি হলো, যশোর কোতয়ালী থানার সীতারামপুর গ্রামের শেখ আঃ করিমের ছেলে।
যশোর র্যাব- ৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, (২৪ নভেম্বর) বিকাল ৪ টার সময় র্যাব-৬ যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে যে, এসটিসি ৪৩৮/০৫, জিআর নং-৭০০/০৫ এর ০৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী, কবির হোসেন (ঠান্ডু) কে কলারোয়ার কিসমত ইলিশপুর এলাকা থেকে আটক করছেন।
গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]