কলারোয়ায় লকডাউনে কর্মহীন মানুষের তালিকা প্রনয়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।
উপজেলার ১২টি ইউনিয়নে কর্মহীন ৫শ’৫০ জনকে ৫০০/=(পাঁচ শত) টাকা করে নগদ অর্থ প্রদান করা হবে বলে জানা যায়।
শুক্রবার (৪ জুন) উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী জানান, 'করোনা ভাইরাস মোকাবেলায় শনিবার (৫ জুন) থেকে আগামি ৭দিন সাতক্ষীরা জেলা প্রশাসন (জেলা করোনা প্রতিরোধ কমিটি) ঘোষিত লকডাউনে কর্মহীন মানুষকে জিআর নগদ অর্থ (ত্রাণ) প্রদান করা হবে।'
তিনি ইউনিয়ন প্রতি কর্মহীন ৫৫০ জনের তালিকা তৈরীতে সংশ্লিষ্টদের সবোর্চ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন।
তিনি আরো জানান, 'সরকারি নিয়মনীতি উপক্ষো করে কর্মহীনদের তালিকা প্রনয়নে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না।'
উল্লেখ্য, উপজেলা প্রশাসন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মহীন মানুষের তালিকা তৈরীর বিষয়টি জনসম্মুখে প্রকাশ করায় এলাকার সচেতন মানুষ ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীকে সাধুবাদ জানিয়ে প্রকৃত জিআর প্রাপ্তদের তালিকা প্রনয়নে সংশ্লিষ্টদের স্বচ্ছতার বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখভাল করার আহবান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]