কলারোয়ায় লকডাউনের প্রথম দিন উপজেলা ও থানা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। এ সময় আইন অমান্য করায় কয়েকজনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
সারা দেশের ন্যায় বুধবার (১৪ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি বিধি নিষেধ মানাতে উপজেলা ও থানা প্রশাসন লকডাউন নিয়ন্ত্রনে উপজেলার সর্বত্র অবস্থান করেছেন। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বামনখালী বাজারে আইন অমান্য করার অপরাধে এক বস্ত্র বিতানের মালিককে ৫ হাজার টাকাসহ কয়েকজনকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। কঠোরতার সাথে লকডাউন পরিচালনা ও আদালতের সার্বিক সহায়তা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির। আদালতের বেঞ্চ সহকারি আ: মান্নানের সহযোগীতায় আরও উপস্থিত ছিলেন থানার পুলিশ কর্মকর্তাসহ সদস্যবৃন্দ। লকডাউনের প্রথমদিনে পৌর সদরে অতিব জরুরী প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় চলাচল করতে দেখা যায়নি। পৌরসভার প্রধান প্রধান সড়ক, চৌ-রাস্তা মোড়, সরকারি কলেজ বাসস্টান্ড, থানা মোড়, উপজেলা পরিষদ মোড়, পশুহাট মোড়সহ বিভিন্ন স্থানে অযথা মানুষের চলাচল, দোকানপাট, পরিবহন চলাচল করতে দেখা যায়নি। তবে পৌরসভার তরকারি (কাঁচা বাজার), মুদি বাজার, মাছ ও মাংস বিক্রয় স্থলে সকালের দিকে ক্রেতা সাধারনের ভিড় লক্ষ্য করা যায়। ক্রেতা সাধারন জানান, বৃহস্পতিবার থেকে এ সকল বাজার সরকারি কলেজ মাঠে উন্মুক্ত স্থানে স্থানান্তরিত হলে ভিড় আর পরিলক্ষিত হবে না।
এ দিকে, যশোর-সাতক্ষীরা কলারোয়া উপজেলার বেলতলা নামক স্থানের প্রবেশদ্বারের মহাসড়কে বুধবার সকাল থেকে কলারোয়া থানা পুলিশ কঠোর অবস্থানে লকডাউন নিয়ন্ত্রণ করেছেন বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]