কলারোয়ার কেরালকাতায় লটারীর মাধ্যমে মুজিব শতবর্ষে প্রকৃত ভূমিহীনদের মধ্যে বাসগৃহ প্রদান করা হয়েছে।
কেরালকাতা ইউনিয়নের ১নং ওয়ার্ড কিসমত ইলিশপুর মৌজার ইলিশপুর শেখ পাড়ায় স্থানীয় ১,২,৩ নং ওয়ার্ডের ৭ জন ভূমিহীনদের মধ্যে লটারি পদ্ধতিতে ১ হতে ৭ নং ঘর বরাদ্দ দেওয়া হয়।
ভূমিহীনদের বাসগৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে ঘর বরাদ্দ অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, কেরালকাতা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুজিবর রহমান, শিমুল হোসেন, মোশাররফ হোসেন, মিজানুর রহমান, সাজুল ইসলাম রফিকুল ইসলাম ডিটু, সংরক্ষিত নারী ইউপি সদস্য কোহিনুর বেগম, সবেক ইউপি সদস্য আব্দুল অদুদ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমাজ সেবক ও ১৮ জন ভূমিহীন কৃষক।
লটারিতে প্রাপ্ত ৭ জন ভূমিহীন উদ্দেশ্য ইউএনও রুলী বিশ্বাস বলেন-আজ হতে আপনারা এই জমি ও ঘরের প্রকৃত মালিক। আপনারা এখন থেকে বাংলাদেশ সরকারের লোক। আপনাদের সব ধরনের সুবিধা অসুবিধা আমরা এবং জনপ্রতিনিধিগন দেখাশুনা করবেন। ঘরের ৬০ ভাগ কাজ শেষে আপনাদের বন্টন করে দেওয়ার অর্থ হলো বাকী কাজ গুলো আপনাদের তদারকিতে যেন হয়। তাতে ঘরের প্রতি আপনাদের মায়া মহব্বত তৈরী হবে। যারা ঘর পাননি তাদের উদ্দেশ্য রুলী বিশ্বাস বলেন এই সরকারের আমলে একটি পরিবারও গৃহহীন থাকবে না।এর পরবর্তিতে যাদের জমি আছে তাদেরকে ঘর দেওয়ার পরিকল্পনা আছে সরকারের।
চেয়ারম্যান ভিপি মোরশেদ বলেন- আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও সাহেবের পরামর্শক্রমে দুটি তিনটি ওয়ার্ডের ভূমিহীনদের তালিকা করে স্ব স্ব এলকায় গৃহ প্রদান করার চেষ্টা করছি
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]