সাতক্ষীরার কলারোয়ায় ল্যাকটেটিং মাদার সুবিধাভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে হেল্থক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে মহিলা বিষয়ক দপ্তর।
অনুষ্ঠানে কর্মজীবী ৪৫০ জন ল্যাকটেটিং মাদার সুবিধাভোগীদের মাঝে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। তাদের মাঝে ২০২০ সালের জুন হতে বিভিন্ন মেয়াদের জন্য দুধ, মাস্ক, স্যালাইন, বিস্কুট, কেক, হ্যান্ড স্যনিটাইজারসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। একই সাথে দুগ্ধজাত শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।
'শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা' শীর্ষক স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার।
প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. গাজী আশিক বাহার প্রমুখ।
সাংবাদিক জুলফিকার আলী, সরদার জিল্লুরসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]