কলারোয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও পাবলিক ইনস্টিটিউটের উদ্যোগে ১৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া ফুটবল মাঠের কর্নারে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা’ পাদদেশে ও শহীদ মিনারে বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে মোমবাতি প্রজ্বলন ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পাবলিক ইনস্টিউটের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, বীর মুক্তিযোদ্ধা ও জাসদ সভাপতি আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কপাই কর্মকর্তা মাস্টার আব্দুর রহমান, সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক তপন মন্ডল, উপজেলা সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, সহিদুল ইসলাম, ইউএনও অফিস সহায়ক আব্দুল মান্নান, সাংবাদিক জুলফিকার আলী, ক্রীড়া সংগঠক খাঁন নিয়াজ আহম্মেদসহ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের সকল স্তরের মানুষ।
মোমবাতি প্রজ্জ্বলন শেষে শপথ বাক্য পাঠ করান উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।
এছাড়া বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]