কলারোয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র, ক্রীড়া ও সংস্কৃতি ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকালে পৌরসদরের পশুহাট মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
দলটির সিনিয়র সহ. সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক খায়বার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, অধ্যাপক ইউনুছ আলী, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আব্দুর রহমান, আনছার আলী, মাস্টার হাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, মফিজুল ইসলাম, মেজবাহউদ্দীন দিলু, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, রহিমা বেগম কাজল, জাহাঙ্গীর আলম লিটন, সাহেব আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা আবু সাঈদ প্রমুখ।
সভা শেষে শহীদ শেখ কামালের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]