কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে উপজেলা রুপালী ব্যাংক শাখা ব্যবস্থাপকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা রুপালী ব্যাংক শাখার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক লি: উপজেলা শখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, সাবেক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব, কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, রুপালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার আব্দুল হান্নান, দীপংকর কুমার সহ শিক্ষক নেতৃবৃন্দ ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মতবিনিময়কালে উভয় প্রতিষ্ঠানের নিয়মাবলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রহাকদের সেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করা হয়।
উল্লেখ্য, রুপালী ব্যাংক লি: কলারোয়া উপজেলা শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম সম্প্রতি যোগদান করে গ্রাহকদের সেবায় নিয়োজিত হয়েছেন বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]