সাতক্ষীরার কলারোয়ায় শিক্ষার্থীদের ডেটাবেজ প্রণয়নে শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলে দু’দিন ব্যাপি ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ডেটাবেজ প্রণয়ন ও ইউআইডি (UID) প্রদানের নিমিত্ত শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।
মঙ্গল ও বুধবার সকাল ও বিকেল দুই শিফটের প্রশিক্ষণে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল, মাদ্রাসার পাশাপাশি কলেজের প্রতিষ্ঠান প্রধান ও কম্পিউটার সংশ্লিষ্ট শিক্ষক/সংশ্লিষ্টসহ দু’জন করে অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান প্রমুখ।
প্রশিক্ষক ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, শিক্ষক মোস্তাফিজুর রহমান ও শামসুর রাহমান লাল্টু।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]