কলারোয়ায় শুকনো জমিতে মাটি ভেদ করে বুদ বুদ শব্দে গ্যাস জাতীয় পানি উঠতে দেখা গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের দক্ষিন পাশের মাঠে।
শনিবার সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, ‘স্বয়ংক্রিয়ভাবে ফসলি মাঠের শুকনা জমিতে পানির সাথে বুদ বুদ আকারে ফোটার মতো উঠছে।’
ওই গ্রামের আলহাজ্ব হোসেন জানান, ‘চন্দনপুর দক্ষিণ মাঠের বাইজিদ হোসেন ও আলহাজের ঘেরের পশ্চিম পাশে চন্দনপুর গ্রামের নুরুজ্জামানের শুকনা জমিতে গত কয়েক দিন ধরে পানির সাথে বুদ বুদ আকারে ফোটার মতো উঠতে দেখা যাচ্ছে। সেখানে মাটি ফুঁড়ে একটু একটু পানিও বের হয়ে বুদ বুদ হয়েই যাচ্ছে। স্থানটিতে সামান্য একটু গর্ত করে লাঠি পুতে দেয়া হয়েছে। তবে বুদ বুদ করে ফোটা ফোটা গ্যাস জাতীয় কিছু বের হচ্ছে।’
ঘটনাটি শুনে চন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জি এম জাহিদুল আলম, চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পার্থ মজুমদার, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানাসহ উৎসুক অনেকেই সেখানে দেখতে গিয়ে সত্যতা নিশ্চিত করেন।
মাটির নিচ থেকে গ্যাস জাতীয় কিছুু বের হচ্ছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা।
তারা প্রশাসনের সংশ্লিষ্টদের বিষয়টি পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]