২৮ মে শুক্রবার থেকে কলারোয়ায় শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট।
সকাল ৯টায় কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ওই টূর্নামেন্টের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
তারা জানান, সারাদেশের ন্যায় কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শুরু হতে যাচ্ছে এ টুর্নামেন্ট। শুক্রবার সকাল ৯টায় হেলাতলা বনাম চন্দনপুর ইউনিয়ন ও বিকাল ৩টায় জয়নগর বনাম সোনাবাড়িয়া ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
ক্রীড়া পরিদপ্তর, ঢাকার নীতিমালা মোতাবেক প্রতিটি দলকে স্বাস্থ্যবিধি মেনে ও দর্শক না নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
ইতোমধ্যে সকল ইউনিয়নকে চিটি প্রদান করে ফিক্সচার ও নীতিমালা পাঠানো হয়েছে বলে জানান আয়োজক কমিটি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]