সাতক্ষীরার কলারোয়ায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন-উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, উপজেলা আইসিটি কর্মকর্র্তা মোতাহার হোসেন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মাস্টার নুরুল ইসলাম, আমজাদ হোসেন, আব্দুর রহিম, হরি সাধন ঘোষ, আইসিটি শিক্ষক শামসুর রহমান লাল্টু, অধ্যক্ষ রফিকুল ইসলাম, আইসিটি শিক্ষক শাহাজাহান আলী, মক্তুসী দাস, জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, শামসুল হক প্রমুখ।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ বলেন, উপজেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। বর্তমানে আরো ৮টি প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]