কলারোয়ার কেঁড়াগাছিতে শেখ রাসেল স্মৃতি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চন্দনপুর ফুটবল একাদশকে হারিয়ে তালার নগরঘাটা ফুটবল একাদশ জয়লাভ করেছে।
বুধবার (৪নভেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের আয়োজিত ওই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রায় পুরোটা সময় উভয় দলের খেলোয়াররা আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও গোলের দেখা পায়নি। ফলে গোলশুন্য ড্র থাকায় সরাসরি টাইব্রেকারে ৬-৫ গোলে নগরঘাটা জয়লাভ করে।
খেলায় রেফারি দায়িত্বপালন করেন মাসুদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও রুহুল আমিন।
ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান।
হেমন্তের এই পড়ন্ত বিকালে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
শুক্রবার একই মাঠে ঝাউডাঙ্গা বনাম কেঁড়াগাছির মধ্যে টুর্নামেন্টের ৪র্থ খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]