কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হান লাকি (৪৫) মৃত্যুবরণ( ইন্না...রাজেউন) করেছেন। শনিবার(২৭ আগষ্ট) বিকালে কলারোয়া ফুটবল মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার( ২৬ আগষ্ট)
দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজাপ্রাপ্ত আসামী মরহুম জাভিদ রায়হান কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা গ্রামের ছিদ্দিক রায়হানের ছেলে। তিনি ছাত্র জীবনে কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন ।
সাতক্ষীরা জেলা কারাগারের প্রধান কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আসামি জাভিদ রায়হানের ৪ বছর সশ্রম কারাদন্ড হয়। ২০২১ সালের ৪ ফেরুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই রায় দেন। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন। গত এক বছর ডায়াবেটিকস সহ নানান রোগে আক্রান্ত থাকার কারনে তাঁকে ২বার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ২৪আগস্ট তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়ায় মরদেহ বাড়িতে নিয়ে এলে শনিবার(২৭ আগষ্ট) বিকালে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অসংখ্য মুসুল্লীদের উপস্থিতিতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয় বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]