সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গা পূজা অপেক্ষার আর মাত্র ৩দিন বাকি এরমধ্যে কলারোয়া উপজেলায় ৪৪টি পূজা মন্ডপ গুলো সেজে উঠেছে বাহারি ডিজাইনে। তবে পৌর সদরে ৮টি, শেষ মূহুর্তে ব্যাস্ত ভাস্কর (শিল্পী) ও ডেকোরেশন সহ আয়োজক কমিটির নেত্ববৃন্দ।
পৌরসভার তুলসীডাঙ্গা ঘোষপাড়া মাতৃ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি উজ্জ্বল ঘোষ জানান, মহামারি কেভিড -১৯ কারনে গত বছরের পূজা সমীতো পরিসরে উদযাপন করা হয় তবে এবছর সকল পরিস্থিতি অনেকটা সাভাবিক সে কারনে জাকজমক পূর্ণ পূজা উদযাপন করা হবে আয়োজক কমিটির উপদেষ্টা আনন্দ ঘোষ জানান গত বছরের তুলনার এবছর জাঁকজমকপূর্ণ লাইটিং, ডেকোরেশনের নকশা ও বাইরে থেকে আগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায় জানান এবছর বাংলাদেশ ব্যাপি ৩১,৯৩২টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গা পুজা অনুষ্ঠিত হবে তার ভেতর সাতক্ষীরা জেলা ব্যাপি রয়েছে ৫৮৩ টি, সদর-১০৮টি, তালা-১৮৬টি, আশাশুনি-১০৫ টি, দেবহাটা-২১টি, কালিগঞ্জে -৫১টি, শ্যামনগর -৬৮ টি ও কলারোয়া -৪৪টি মন্ডপে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি উজ্জ্বল দাশ জানান আগামী ১০ অক্টোবর রবিবার মহা পঞ্চমীর মধ্য দিয়ে পূজার শুভ সুচনা ও ১৫ অক্টোবর শুক্রবার বিজয় দশমীর মধ্য দিয়ে সমাপ্তী হবে শারদীয়া দূর্গা উৎসব, তবে তিনি সকল আয়োজক কমিটির কাছে আহবান করেন শুক্রবার ধর্ম প্রান মুসলিমদের জুম্মার নামাজ সেহেতু নামাজের সময় সকল বাদ্যযন্ত বন্ধ রেখে সঠিক সময়ে প্রতিমা বিসর্জ্জন দেওয়ার আহবান করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]