কলারোয়ায় সনাতনীদের ঘরে ঘরে জামাই ষষ্ঠীর প্রস্তুতি চলছে। জামাইকে আদর-আপায়্যন করার মধ্যে দিয়ে এই লোকায়ত প্রথা পালন করা হয়ে থাকে। জামাই ও মেয়ের সুখী দাম্পত্য জীবন, মেয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে, তার জন্য এই ব্রত পালন করে থাকেন শ্বাশুড়ি মায়েরা। জামাইয়ের মঙ্গলের সঙ্গে মেয়ের মঙ্গল যুক্ত করে দেখা হয়। এ কারণে আজ জামাইকে দীর্ঘায়ুর আশীর্বাদ দেন শ্বাশুড়ি মায়েরা।
বরণ বাটায় সাজানো থাকে ধান, দূর্বা বাঁশের করুল, তালের পাখা, করমচা, পান-সুপুরি, নানা রকস ফল ইত্যাদির মাধ্যমে জামাইকে আশীর্বাদ করেন শাশুড়ি মায়েরা। রকমারি খাবার দিয়ে জামাইকে আপ্যায়ন করা হয়। সঙ্গে অবশ্যই থাকে আম, লিচু, কাঁঠাল ইত্যাদি ফল।
জামাইরাও তাই নানা ব্যাস্ততার মধ্যো দিয়ে শ্বশুর বাড়ির উদ্যেশ্যে সকাল সকাল রওনা দিয়েছেন। সঙ্গে নানা রকমের মিষ্টি, ফল, ও শ্বাশুড়ি মায়ের জন্য নতুন কাপড় সঙ্গে নিয়ে আসবেন। আজ জামাই ষষ্ঠী হওয়ার সুবাদে কলারোয়ার মিষ্টির দোকান গুলোতে অন্য দিনের তুলনায় ব্যাবসায়ীদের ব্যাস্ততা লক্ষ করা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]