সাতক্ষীরার কলারোয়ায় মাঠ থেকে পাটের গাড়ী নিয়ে আসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কৃষক ও এক আইনজীবী আহত হয়েছে।
এঘটনায় শনিবার (১৪আগস্ট) সকালে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের হয়েছে। কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের ওজিয়ার রহমানের ছেলে সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী আহত রফিকুল ইসলাম জানান-শনিবার (১৪আগস্ট) সকাল ৮টার দিকে তার রড় ভাই কৃষক অজেদ আলী (৬০) মাঠ থেকে গাড়ীতে করে পাট নিয়ে আসার পথে রাস্তায় পড়ে থাকা একটি কাঠের গুড়ি সরাইয়া দিলে প্রতিপক্ষ উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের তবিবর রহমান ও তার স্ত্রী শাহানারা খাতুনের সাথে কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে কৃষক অজেদ আলীকে একা পেয়ে তারা সন্ত্রাসী কায়দায় ঝাপিয়ে পড়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে কুপিয়ে জখম করে। এসময় সন্ত্রাসীরা কৃষক অজেদ আলীকে হত্যার উদ্দেশ্যে গাছ কাটা দা দিয়ে মাথায় কোপ মারে। এসময় কৃষক অজেদ আলী হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতের বৃদ্ধাঙ্গুলের হাড় কেটে পড়ে যায়।
এসময় ডাক চিৎকারে তার ছোট ভাই সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম এগিয়ে আসলে তাকেও ধরে মারপিট করে গুরুত্বর জখম করে। এসময় সন্ত্রাসীরা ওই আইনজীবীর চোখে দা দিয়ে খোচা দিলে ডাক চোখের নিচে লেগে মারাক্ত জখম প্রাপ্ত হয়। পরে এলাকাবাসী এগিয়ে এসে দুই ভাইকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। এসকল ঘটনা উল্লেখ্য করে সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম বাদী হয়ে ২জনকে আসামী করে কলারোয়া থানায় একটি এজাহার দায়ের করেছে। থানা পুলিশ এজাহারটি আমলে নিয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]