কলারোয়ায় সন্ত্রাসীর হামলার শিকার হয়ে ৩ ইমারত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনাটি ঘটেছে, রবিবার (১২জুন) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালী গ্রামে। স্থানীয়রা জানায়, গাঁড়াখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইমারত ব্যবসায়ী আহত জিয়াজুল ইসলাম রিয়াজ (৩৫) 'র দোকান থেকে একই গ্রামের পলাশ হোসেন বাকীতে ৩২ হাজার ৭শত টাকার ইট সহ বিভিন্ন মালামাল ক্রয় করেন। সেই পাওনা টাকা চাইতে গেলে ক্রেতা পলাশ ক্ষিপ্ত হয়ে লোহার রড, লাঠিসোটা দিয়ে রিয়াজের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এর পরপরই সন্ত্রাসি পলাশের ডাকে আসাদুল ইসলাম, তন্ময়, নাহিদ, মাহামুদ, আলম, রহিম দলবদ্ধ হয়ে একইভাবে লোহার রড, লাঠি ও ইট নিয়ে সিমেন্ট ব্যবসায়ী রিয়াজ সহ পার্শ্ববর্তী দোকানদার আরিফুল ইসলাম (১৯) ও শরিফুল ইসলাম (২৫) মারপিট করে আহত করে।
পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়৷
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]