কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকা দানের সপ্তম দিনে শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি, বে-সরকারি কর্মকর্তা-কর্মচারীর টিকা গ্রহণের ফলে নেতিবাচক ধারণা পাল্টে গিয়ে দিনে দিনে ভ্যাকসিনে আস্থা বাড়ছে। প্রথম দিকে টিকা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কম ছিলো। তবে এখন ধীরে ধীরে আগ্রহ বাড়ার সাথে সাথে বাড়ছে টিকা নিবন্ধনকারীর সংখ্যাও।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, টিকা দান কর্মসূচির উদ্বোধনের দিন ও পরের দিন মিলে মাত্র ৩৯ জন টিকা গ্রহণ করেন। আর শনিবার (১৩ ফেব্রুয়ারি) সপ্তম দিনে ১২৮ জন টিকা গ্রহন করায় মোট ভ্যাক্সিন গ্রহনকারির সংখ্যা দাঁড়ালো ৫৫৮ জন। এদিকে নিবন্ধনের সংখ্যা বেড়েই চলেছে।'
শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহন করেন শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, নব-নির্বাচিত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, সোনালী ব্যাংক শাখার ম্যানেজার শেখ সালাউদ্দীন চঞ্চল, পল্লী বিদ্যুতের এজিএম নূরুল ইসলাম, অধ্যাপক আবু তালেব, আ.লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, ক্রীড়া ব্যক্তিত্ব মিয়া ফারুক হোসেন স্বপনসহ ব্যবসায়ী ও বিভিন্ন বয়সের নিবন্ধনকৃত ১২৮ জন।
প্রফেসর আবু নসর জানান, 'টিকা গ্রহন করে কোন সমস্যা মনে করছি না। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করছি না।'
আ.লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন, 'এতো দ্রুততার সাথে টিকা পাবো ভাবতেই পারিনি। আজ টিকা গ্রহন করে নিজেকে নিরাপদ মনে করছি। তাই সকলকে নিরাপদে থাকার জন্য টিকা গ্রহন করার আহবান জানায়।'
নব-নির্বাচিত মেয়র মাস্টার মনিরুজামান বুলবুল জানান, 'করোনা প্রতিষেধক এই টিক গ্রহন করা ভয়ের কিছু নাই।'
টিকা গ্রহন করে তিনি সুস্থতার কথা জানিয়ে সকলকে টিকা নেয়ার আহবান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ফ্রন্ট লাইনার ছাড়াও ৪০ (চল্লিশ) বছরের উর্দ্ধে যে কোন ব্যক্তিকে ভ্যাকসিন গ্রহন করার আহবান জানিয়ে বলেন, 'স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এ পর্যন্ত ৭ হাজর ১৯০ ডোজ প্রেরিত করোনা টিকা গ্রহন করা হয়েছে। টিকা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৩টি টিকাদান কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ২জন নার্সসহ ৪ জন স্বেচ্ছাসেবক সেবা প্রদান করছেন।'
এদিকে, দুপুরের দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম পরিদর্শন করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]