কলারোয়ায় সরকারি খাদ্যগুদামে বোরো মৌসুমে ধান ও চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) উপজেলা খাদ্যগুদামে ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমান, খাদ্যগুদাম কর্মকতা মমতাজ পারভীন, কৃষক প্রতিনিধি আতিয়ার রহমান, মিল মালিক সমিতির সভাপতি অহিদুজ্জমান ও সাধারণ সম্পাদক রফিক প্রমুখ।
এ বছর উপজেলা ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে ১৬২৬ মেট্রিক টন ও চাল ধরা হয়েছে ১২৬৯ মেট্রিক টন। এ সংগ্রহ অভিযান ৩ মাস চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]