কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে কয়েকজনকে জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার (১ আগষ্ট) বেলা সাড়ে ১২টার দিকে পৌর সদরের বিভিন্ন স্থানে আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে চলমান সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে ২টি মামলায় ২ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে। আদালতকে সহযোগীতা করেন বেঞ্চ সহকারী মাকসুদুর রহমানসহ সেনাবহিনী, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ।
উপজলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আল আমীন সরকার নির্দেশিত বিধিনিষেধে সকলকে মাস্ক পরিধান, সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
এদিকে, চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পৌর সদরসহ উপজেলার সকল হাট-বাজারে ঢিলেঢালা অবস্থা বিরাজ করছে বলে এলাকাবাসী জানায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]