কলারোয়ায় কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সদস্য সরদার মুজিবের স্ত্রী নাসরীন জাহানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে মরহুমার গ্রামের বাড়ি উপজেলার নাকিলায় সকাল হতে স্থানীয় বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩ শতাধিক কোরানের হাফেজ কোরান পাঠ করেন। এর পর জুম্মা নামাজে মসজিদে দোয়া অনুষ্ঠান মাজার জিয়ারত ও তাবারক বিতরণ করা হয়েছে।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর (অব) হাফিজ, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সদস্য সরদার মুজিব কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, যুবলীগ সভাপতি আলমগীর কবির, কেরালকাতা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নার্গিস, কোহিনুর, মোশাররফ হোসেন, মোতাহার হোসেন সুপার, সাবেক সদস্য আশরাফ আলীসহ দল মত নির্বিশেষে স্থানীয় সকল মুসুল্লিবৃন্দ এবং সরদার পরিবারের সকল আত্মীয় স্বজন।
দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সরদার মুজিবের স্ত্রী মরহুমা নাসরীন জাহান ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারী ঢাকা সামরিক হাসপাতালে ইন্তেকাল করছিলেন।
নাসরীন জাহান বাংলাদেশ সেনাবাহিনীর স্বাস্থ্য ডিপার্টমেন্টের সহকারী হিসাবে কর্মরত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]