দৈনিক পত্রদূতের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেখ জাভিদ হাসানের মা রাবেয়া খাতুন (৮৮) এর মৃত্যুত গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কলারোয়া সরকারী কলেজ বাসষ্টান্ড জামে মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মরহুমের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর,জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিমসহ মসজিদের সকল মুল্লিগণ। উল্লেখ্য-তিনি বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিৃরাজিউন)। তিনি স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ্য ছিলেন। এছাড়া তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, পোতা-পুতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার আছর নামাজ শেষে কলারোয়া সরকারি কলেজ মাঠে জানাযা শেষে সরকারি কবরস্থানে দাফন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]