কলারোয়া থানায় সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন ওয়ারেন্টভুক্ত আসামী আটক হয়েছে। শনিবার সকালে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায় কলারোয়া থানার এসআই সোহরাব হোসেন, এসআই মোহম্মাদ মামুনুর রহমান, এসআই কে.এম. রেজাউল করিম, এএসআই মোঃ আসলাম শিকদার, এএসআই মোঃ কামাল হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় ২০ নভেম্বর রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে উপজেলার পূর্ব ভাদিয়ালী গ্রামের সাহেব জোহর আলীর ছেলে নজরুল ইসলাম, দেয়াড়া গ্রামের মৃত আয়নুল হকের স্ত্রী নাজমা খাতুন, চেড়াঘাট গ্রামের মৃত নুর আলী গাজীর ছেলে কেসমত আলী, দক্ষীন ভাদিয়ালী গ্রামের আলী আকবারের ছেলে ইসরাইল আলী ও চেঁড়াঘাট গ্রামের কেসমত আলীর ছেলে সোহাগ হোসেনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজনের সাজাসহ ৫জনের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]