কলারোয়ায় সামাজিক উদ্যোগ ফোরামের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া অগ্রগতি সংস্থার অফিসে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সামাজিক উদ্যোগ ফোরামের সভাপতি শিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা সামাজিক উদ্যোগ ফোরামের সেক্রেটারী বেতার শিল্পী শিরা রাণী হালদার,সহ.সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ শহিদুল ইসলাম, অগ্রগতি সংস্থার কলারোয়ার প্রোগ্রাম অফিসার কামরুন নাহার রেখা, সামাজিক উদ্যোগ ফোরামের নারী সংগঠক রেজওয়ানা লিলি, সদস্য শিক্ষক শেখ জাহিদুল হক, স্বপ্না রাণী মন্ডল, তবিবর রহমান, রেহানা খাতুন, বিল্লাল হোসেন আবির, নাজমা খাতুন, আব্দুর রহমান, আমরুজ্জামান পান্না, জুলফিকার আলী, আনিছুর রহমান, কৃষ্ণ চন্দ্র পাল, শিউলি রাণী, নজরুল ইসলাম, শিক্ষা রাণী, অগ্রগতি সংস্থার কলারোয়ার প্রোগ্রাম ফ্যাসিলিটেটর লকিতা রাণী ও সাঈদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য-ভিজিডি-ভিজিএফ সংক্রান্ত বিষয়ে, ইউনিয়ন পর্যায়ে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির সেবা পাইয়ে দেয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]