কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
পরে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিজয় র্যালিটি স্কুল চত্বর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
স্কুলের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক হরি সাধন ঘোষ।
শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার আব্দুস সবুর, শিক্ষিকা শিরিনা আক্তার, শিক্ষার্থী আল মামুন, আবু সাঈদ, তন্ময় সরকার, আব্দুল্লাহ, আফরোজা খাতুন, শরিফা আক্তার মুন্নি, এসএম মাহিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ. রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আ. সালাম, স্বপন সরকার, বদরুজ্জামান, অফিস স্টাফ সাহিদা খাতুন, ইশারুলসহ শিক্ষার্থীবৃন্দ।
সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আব্দুস সালাম।
এদিকে, অনুরূপভাবে দিবসটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়ে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]