কলারোয়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা'র দাফন টিমের সদস্যদের জন্য কিছু পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হেড শিল্ড প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে ওই সামগ্রিগুলো প্রেরণ করেন দৈনিক আমাদের সময়’র কূটনীতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন। তার পক্ষে সংগঠনটির আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন সেবার উপদেষ্টা এড. শেখ কামাল রেজাসহ কর্মকর্তাদের হাতে তুলে দেন।
সামগ্রিগুলো অনানুষ্ঠানিক গ্রহন করার সময় উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রমজান আহমেদ, শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব মাসউদ পারভেজ মিলন প্রমুখ।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে এই অঞ্চলে করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত ব্যক্তির দাফন ও সৎকারে স্বেচ্ছাশ্রমে নিয়োজিত আছেন ‘সেবা’র একাধিক টিম। মহতি এই কাজের জন্য ইতোমধ্যে তারা মানুষের সাধুবাদ পেয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]