কলারোয়ায় পৃথক ঘটনায় এক স্কুল ছাত্রী ও এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।
উপজেলার রামকৃষ্ণপুর ও ক্ষেত্রপাড়া গ্রামে শনিবার পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, মোবাইল ফোন কিনে না দেয়ায় রামকৃষ্ণপুর গ্রামের মৃত. মুজিবার রহমানের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী হিরা খাতুন (১৬) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্নহত্যা করার চেষ্টা করে। বাড়ীর লোকজন জানতে পেরে প্রথমে কলারোয়া ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে শনিবার বেলা দেড়টার দিকে সে মারা যায়।
অপরদিকে, উপজেলার দক্ষিণ ক্ষেত্রপাড়া গ্রামের জব্বার মোল্লার ছেলে খালেক মোল্লা (৫৫) শনিবার রাতের কোন এক সময়ে ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
পুলিশ উভয় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
উভয় ঘটনায় কলারোয়ায় পৃথক ভাবে দু'টি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]