কলারোয়ায় দুঃস্থ মানুষদের মাঝে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে ওএমএস এর চাল ও আটা বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫জুলাই) পৌর সদরের ঝিকরা বটতলা মোড়ে এ খাদ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র দাস।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা খাদ্য পরিদর্শক তৈয়েবুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী, ওএমএস ডিলার নরেন্দ্র নাথ ঘোষ প্রমুখ।
উল্লেখ্য- প্রতি কেজি চাল ৩০টাকা ও প্রতি কেজি আটা ১৮টাকা দরে বিক্রয় করা হচ্ছে। জন প্রতি ৫কেজি আটা ও ৫কেজি চাউল দেয়া হচ্ছে। সপ্তাহে ৭ দিন এই ওএমএস চাল ও আটা বিক্রয় করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]