কলারোয়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭জুলাই) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অফিসে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পাশাপাশি করোনা আক্রান্ত সকলের সুস্থতা ও করোনায় মৃত্যুবরণকারী সকলের স্মৃতিচারণ করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা এনায়েত খান টুনটু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা সম গোলাম সরোয়ার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহফুজুর রহমান নিশান, আবুল কালাম আজাদ, আজাহারুল ইসলাম, অমিত হাসান চয়ন, নয়ন, রাজু, তুহিন, দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মন্টু, জয়নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন মন্টু, জালালাবাদের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, কেরালকাতার সভাপতি মুজিবার রহমান, সহ-সভাপতি শেখ তবিবর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুস।
দোয়া পরিচালনা করেন কলারোয়া থানা জামে মসজিদের মুয়াজ্জিন রেজাউল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]