কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধে স্বেচ্ছাসেবক, শ্রমিকসহ অস্বচ্ছলদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে কোভিড-১৯(করোনা)-এ মৃতদেহ দাফন ও সৎকার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক, ডেকোরেটর শ্রমিক, জুতা শ্রমিক ও অস্বচ্ছলদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ওই নগদ অর্থ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, কোভিড-১৯(করোনা) প্রতিরোধে স্বেচ্ছাসেবক, শ্রমিকসহ বিভিন্নভাবে নিয়োজিত ১১৮ জনকে জনপ্রতি নগদ ৫০০ শত টাকা করে বিতরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]