কলারোয়ার পৌরসদরের যশোর-সাতক্ষীরা মহসড়কের পৌরসভার ও আলীয়া মাদ্রসার সামনের সড়কের ওপর ২টি রেইনট্রি গাছ বিপজ্জনকভাবে রাস্তার উপর ঝুঁকে পড়েছে। ফলে উচু পন্যবাহী যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে গাছটি এ রকম ঝুঁকিপূর্ণভাবে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকার মহাসড়কের পাশের এ গাছগুলো সওজের। পৌরসভা এলাকার গাছটি নিচের দিকে ঝুঁকে পড়েছে। সড়কের এ জায়গায় পাশাপাশি দুইটি বড় গাড়ি চলতে পারে না।
অন্যদিকে গাড়ির ঘষায় গাছগুলো ক্ষয়ে আরও ভঙ্গুর হয়ে গেছে। বড় ট্রাক গুলো গাছের নীচ দিয়ে গেলেই, গাছের নীচু ডালে বেঁধে প্রতিনিয়তই ঘটছে বড় ধরনের দূর্ঘটনা। এখন কালবৈশাখীর সময়। তাই গাছটি দ্রæত অপসারণ না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা হতে পারে। এলাকার লোকজন আরও বলেন, প্রতিদিন দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর ভোমরা থেকে পণ্যবাহী ট্রাক, বাস, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সাতক্ষীরা থেকেও পণ্যবাহী গাড়ি, কাভার্ড ভ্যান, দূরপাল্লার কোচ ছেড়ে আসে। পাশাপাশি কয়েকটি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এ মহাসড়ক দিয়ে যাতায়াত করে। তাই গাছটি অপসারণ করা জরুরি।
ট্রাকচালক মেহেদী বলেন, গাছটি যেভাবে হেলে আছে, তাতে গাছের নিচ দিয়ে পণ্যবাহী ট্রাক নিয়ে যাওয়ার সময় ভয়ে থাকতে হয়। কাভার্ড ভ্যানের চালক মিজানুর রহমান বলেন, একটি বাস ১২-১৫ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। আর একটি পণ্যবোঝাই ট্রাক বা কাভার্ড ভ্যান ১৫-২৫ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। গাছটি হেলে থাকায় আমরা ভয়ে ভয়ে গাড়ি চালায়।
এ বিষয়ে উপজেলা বন সংরক্ষন কর্মকর্তা বলেন, গাছগুলো সড়ক ও জনপদের আওতায়। তাই আলোচনা করে মহাসড়কের ওপর ওই ঝুঁকে পড়া গাছ গুলো কেঁটে ফেলার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]