কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় তাপস কুমার (২৮) নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। সে মনিরামপুর গ্রামের সুভাষ কুমারের ছেলে।
জানা গেছে, তিনি যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া থানার সামনে দিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এসময় কলারোয়া বাজারের গলির পথ দিয়ে দ্রুত গতিতে মাছ ভর্তি একটি ভ্যান বড় বড় ড্রাম নিয়ে মেইন রোড়ে এসে ওই মোটরসাইকেল চালক সজোরে ধাক্কা দেয়। এতে করে ওই মোটরসাইকেল চালক মাটিতে ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেল চালক তাপস কুমারকে উদ্ধার করে কলারোয়া হাসাপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তার হাত ভেঙ্গে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তির পরামর্শ দেন।
এদিকে খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থান থেকে ওই ভ্যানসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]